অভিযোগ
অভিযোগ
আজ আকাশটা কেমন যেন মেঘলা হয়ে আছে ,
সূর্য'র মুখটাও কেমন যেন ভার ভার
সূর্যের রশ্মিকে কেউ যেন ক্ষীণ করে নিজের ক্ষমতা বিরাজ করার চেষ্টায় মত্ত.
আজ চাইলেও
ও পৌঁছাতে পারছে না,তোমার কাছে.
হে পথিক, এর দোষও কি তুমি ওকেই দেবে ?
কেন তুমি আকাশকে দেবে না, ও যদি মেঘকে এতই ভালোবাসে ,
তাহলে কেন অন্যকে ভালোবাসতে শেখায় না..
সাদা ক্যানভাসে ,যেখানে তোমার মনের রঙে
আঁকতে পারতে কোনো এক গরীব কুটীরের ছবি
সেখানে তুমি এটা কি আঁকছ কালো ক্যানভাসে ?
কোনো এক পূর্ণিমা'তেই তোমাকে জড়িয়ে ধরে কথা দেওয়া,
তোমাকে ছেড়ে না যাওয়ার প্রতিশ্রুতি
কিন্তু,তুমি এটা কি করলে;
পূর্ণিমার চাঁদ কে সাক্ষী রেখেই
তুমি বিচ্ছেদের কথা শোনালে |
হে পথিক, তোমার ভালোলাগার
গন্ধরাজ,রজনীগন্ধার সাথে আগাছার মতো
অপ্রিয়কে জন্ম দেয় তোমার পায়ের নীচের ওই নোংরা মাটিই,
তুমি তো জানো,তোমার পায়ের নীচের মাটিকে ধরে রেখেছে ,ওই আগাছাই
কিন্তু তুমি এটা কি করলে ,ওই আগাছা
ফুলকে'ও তুমি স্থান দিলে না তোমার পান্ডুলিপিতে
তুমি কার দোষ দেবে, যে ফুল সৌন্দর্য পেলনা
তোমার ভালোবাসার অভাবে ,তাকে ? নাকি তোমাকে ?
তুমি কি জানো , তোমার ভালোলাগার
রজনীগন্ধা,গন্ধরাজ কে গন্ধ ধারণের ক্ষমতা দেয়,আমার চোখের জলই.
কিন্তু,তুমি কি বলতে পারবে ,তুমি
গন্ধ পাবার জন্য কফোটা চোখের জল খরচ করেছো ?
তোমার ওই আসক্তির চোখ,যে সমুদ্র দেখেছে,
যে গন্ধরাজ রজনীগন্ধা ভালোবাসে
তাকে আগাছার জন্যও চোখের জল ফেলতে শেখাও.
আজ আকাশটা কেমন যেন মেঘলা হয়ে আছে ,
সূর্য'র মুখটাও কেমন যেন ভার ভার
সূর্যের রশ্মিকে কেউ যেন ক্ষীণ করে নিজের ক্ষমতা বিরাজ করার চেষ্টায় মত্ত.
আজ চাইলেও
ও পৌঁছাতে পারছে না,তোমার কাছে.
হে পথিক, এর দোষও কি তুমি ওকেই দেবে ?
কেন তুমি আকাশকে দেবে না, ও যদি মেঘকে এতই ভালোবাসে ,
তাহলে কেন অন্যকে ভালোবাসতে শেখায় না..
সাদা ক্যানভাসে ,যেখানে তোমার মনের রঙে
আঁকতে পারতে কোনো এক গরীব কুটীরের ছবি
সেখানে তুমি এটা কি আঁকছ কালো ক্যানভাসে ?
কোনো এক পূর্ণিমা'তেই তোমাকে জড়িয়ে ধরে কথা দেওয়া,
তোমাকে ছেড়ে না যাওয়ার প্রতিশ্রুতি
কিন্তু,তুমি এটা কি করলে;
পূর্ণিমার চাঁদ কে সাক্ষী রেখেই
তুমি বিচ্ছেদের কথা শোনালে |
হে পথিক, তোমার ভালোলাগার
গন্ধরাজ,রজনীগন্ধার সাথে আগাছার মতো
অপ্রিয়কে জন্ম দেয় তোমার পায়ের নীচের ওই নোংরা মাটিই,
তুমি তো জানো,তোমার পায়ের নীচের মাটিকে ধরে রেখেছে ,ওই আগাছাই
কিন্তু তুমি এটা কি করলে ,ওই আগাছা
ফুলকে'ও তুমি স্থান দিলে না তোমার পান্ডুলিপিতে
তুমি কার দোষ দেবে, যে ফুল সৌন্দর্য পেলনা
তোমার ভালোবাসার অভাবে ,তাকে ? নাকি তোমাকে ?
তুমি কি জানো , তোমার ভালোলাগার
রজনীগন্ধা,গন্ধরাজ কে গন্ধ ধারণের ক্ষমতা দেয়,আমার চোখের জলই.
কিন্তু,তুমি কি বলতে পারবে ,তুমি
গন্ধ পাবার জন্য কফোটা চোখের জল খরচ করেছো ?
তোমার ওই আসক্তির চোখ,যে সমুদ্র দেখেছে,
যে গন্ধরাজ রজনীগন্ধা ভালোবাসে
তাকে আগাছার জন্যও চোখের জল ফেলতে শেখাও.