স্বপ্নের কাছাকাছি


হেঁটে চলেছি অন্ধকার থেকে,জং ধরা জীবন থেকে
কেরোসিন মেখে,আগুনের দিকে
উওর পূর্ব দিক ঘেষে
স্পর্শকাতর বুকের বাঁদিকের কাছে,
একটা সেতু দেখা যাচ্ছে যেন্, ওপারে
এক ছায়াও যেন দাঁড়িয়ে
একলা তুমি কি দাঁড়িয়ে আছো,
আমার জন্য দু হাত বাড়িয়ে.
আলপিন যেন মালা গাঁথছে প্রকোষ্ঠের শিরা-উপশিরা দিয়ে.
নিকোটিনের উষ্ণতাকে তোমার ঠোঁট ভেবে কামড়েছি আজ
উষ্ণতা ছিল জানো, সিক্ততা ছিল না !!
গোলাপের পাপড়ি ছিঁড়েছি তোমাকে ছুতে চেয়ে
শুধু শুধুই নষ্ট হল জানো, ছুঁতে পারিনি তোমায় !!
আর একটু পরেই তোমাকে পাবো,ভেবে
ঘড়ির কাঁটাকেও বিরাম নিতে দিইনি দিনভর.
তোমার বুকের ঘামে ভিজতে চেয়ে
ণেশার সমস্ত রস গলায় ঢেলেছি, গিলেছিও বারবার
তবুও ভিজতে পারিনি জানো !!
আর এগোতে পারছিনা,
অণ্ধকারে দেখা যাচ্ছে না তোমায়
বিছানার ক্লান্ত চোখদুটি খোলা থাকতে দাও
আর একটু পরেই এসে যাবো ,
সেতু শেষের ধমণীতে- আমার স্বপ্নের কাছাকাছি..